মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) : কুমিল্লার লাকসামে পূর্বশত্রুতার জের ধরে পুকুরে বিষ ঢেলে প্রায় আড়াই লাখ টাকার মাছ নিধন করেছে প্রতিপক্ষ।
এনিয়ে ক্ষতিগ্রস্থ মৎস্য খামারী পাশ্ববর্তি বাড়ীর ইউনুছ মিয়াকে আসামী করে আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগ তদন্ত করেছে পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, লাকসাম পৌর এলাকার বাতাখালী গ্রামের ফজলুল হক গত বছরের জুলাই মাসে একই গ্রামের আবুল খায়ের কালামের কাছ থেকে একটি পুকুর লীজ নিয়ে মাছ চাষ করে আসছেন। পুকুরের মালিক কালামের সঙ্গে পাশ্ববর্তি বাড়ীর ইউনুছ মিয়ার দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলে আসছিল।
এরই জের ধরে ইউনুছ মিয়া গত ৫ জানুয়ারী রাতে মৎস্য খামারী ফজলুল হকের লীজকৃত পুকুরে বিষ ঢেলে প্রায় আড়াই লাখ টাকার মাছ মেরে ফেলে।
এনিয়ে ক্ষতিগ্রস্থ মৎস্য খামারী পাশ্ববর্তি বাড়ীর ইউনুছ মিয়াকে আসামী করে গত ৭ জানুয়ারী কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেছেন।
ক্ষতিগ্রস্থ মৎস্য খামারী ফজলুল হক জানান, পুকুরের মালিক কালামের সঙ্গে ইউনুছ মিয়ার দ্বন্ধের বলি হতে হয়েছে আমাকে। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে।