রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন

ঐক্যফ্রন্ট গঠনেই ভাঙনের উপাদান যুক্ত ছিল : কাদের

ছবি: ইন্টারনেট থেকে

তরফ নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ঐক্যফ্রন্টের কঠোর সমালোচনা করে বলেছেন জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মধ্যেই ভাঙনের উপাদন যুক্ত ছিল।

শুক্রবার (১৮ জানুয়ারি) সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় উদযাপনে ‘বিজয় উৎসব’ পালনে প্রস্তুতি দেখতে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এ কথা বলেন।

ঐক্যফ্রন্টের মধ্যেই ভাঙনের সুর গতকাল বৃহস্পতিবার এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের।
ঐক্যফ্রন্টের মধ্যেই ভাঙনের ব্যাপারে আওয়ামী লীগের কাছে কোনো তথ্য-উপাত্ত আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঐক্যফ্রন্ট গঠনের মধ্যেই ভাঙনের উপাদন আমরা লক্ষ্য করেছি। আদর্শগত দিক থেকেই তাদের গঠন প্রণালি, তাদের কথা-বার্তা, তাদের আচার-আচারণ ও তাদের গঠনের মধ্যেই ভাঙনের উপাদান যুক্ত ছিল। কাজেই এটা যে ভাঙবে এবং এই গঠন প্রক্রিয়ায় বলে দিচ্ছিল অনির্বায পরিণতি হচ্ছে ভাঙন।’

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী অক্টোবরেই সম্মেলন। আমাদের যখন সম্মেলন, আমরা আগাম করবো কেন। কোনো প্রয়োজন তো নেই। আমাদের যখন জাতীয় সম্মেলন তার আগে শাখা সম্মেলনগুলো করতে হবে। জেলা, উপজেলা করতে হবে, এগুলো না করে আমরা তো জাতীয় সম্মেলন করব না। কাজেই এগুলো করতে তো আমাদের একটু সময় লাগবে। আমাদের নির্ধারিত যে সময় সেসময়ই আমরা জাতীয় সম্মেলন করবো। এটা আমি অলরেডি বলেছি, একই কথা বারবার তো বলার কোনো প্রয়োজন নেই।’

জোর করে কোনো দলকে সরকার উপজেলা নির্বাচনে আনবে না বলেও জানান ওবায়দুল কাদের।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com