রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: “বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি ”এই পতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলে প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে মৎস্য খাতে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৃথক দুটি অনুষ্টানে মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দৃস শহীদ এমপি প্রধান অতিথিতি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন এবং জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন, মৎস্যজীবি লীগের সভাপতি আশিকুর রহমান আশিক,সাধারণ সম্পাদক মো.শাহাজান মিয়া প্রমূখ।
পরে দুপুরে কমলগঞ্জ উপজেলা সরকারী কমিশনার (ভূমি)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড .মো. আব্দুস শহীদ এমপি। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা, চেয়ারম্যান বৃন্দ, দুর্নীতি পরিরোধ কমিটি’র সভাপতি ইমতিয়াজ আহমদ বুলবুল প্রমূখ।
অনুষ্টান শেষে উভয় উপজেলায় প্রধান অথিতিতি খোলা জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন।