বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়: তারেক রহমান জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষ:  লাঠিচার্জে আহত গণ অধিকার পরিষদের নেতা নুর চুনারুঘাটে বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত চুনারুঘাটের কৃতি সন্তান আব্দুর রহমান তরফদার সচিব পদে পদোন্নতি বাহুবলে দলিল লিখক সমিতির নয়া কমিটি গঠিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার চুনারুঘাট পকেট কমিটির প্রতিবাদে ঝাড়ু মিছিল মিরপুর বাজারে বিএনপির পূর্ণাঙ্গ কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিনিধি : বাহুবলে মিরপুরস্থ দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন উপলক্ষ্যে ‘শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার ও কৃতি শিক্ষক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ (৫ অক্টোবর) দুপুর ১২টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রভাষক মোঃ আইয়ূব আলী। এতে প্রধান আলোচক ছিলেন বাহুবল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব শাহীন। আলোচক ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ সোহেল রানা, আলিফ-সোবহান চৌধুরী সরকারি কলেজের ইংরেজী বিভাগের প্রধান রতন চন্দ্র দেব, পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপ টিটু, রাজারবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেনজীর আহমেদ শাওন, সিলেটের একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান, সিনিয়র সাংবাদিক নূরুল ইসলাম মনি, করাঙ্গী নিউজ পোর্টালের সম্পাদক সিদ্দিকুর রহমান মাছুম, জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপা দত্ত, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুন্নেছা হেনা, বেসিক ব্যাংক মিরপুর শাখার সিনিয়র অফিসার কাওসার আহমেদ চৌধুরী, প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষ রণধীর চক্রবর্তী, দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মনি শংকর দেব ও শিক্ষার্থী তাবাসসুম আক্তার প্রমুখ।

সেমিনারের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শিক্ষার্থী নাফিজ আহমেদ। গীতা পাঠ করে শিক্ষার্থী লিখা বণিক মম। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে স্কুলের সাদিয়া আক্তার, ফরিদা বেগম, সেলিনা আক্তার, সুনন্দা সূত্রধর, রীনা দেব, মামুনুর রশীদ, আবু নাহিদ ও প্রধান শিক্ষক মনি শংকর দেব-কে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশগ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com