মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন
ফেনী সংবাদদাতা : দক্ষিণ আফ্রিকার জুলু নাটাল প্রভিন্সের পিটা মেরিজবার্গ শহরে মোহাম্মদ শাহপরাণ নামে বাংলাদেশি এক যুবককে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। রোববার (২৭ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
সোমবার (২৮ জানুয়ারি) শাহপরাণের মা বিবি ফাতেমা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আরাফাত চৌধুরী রাহাত নামে এক প্রবাসীর কাছে তারা জানতে পেরেছেন- ঘটনার সময় প্রবাসী বাংলাদেশি সুপার মার্কেটের ভেতরে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে পণ্যের দাম নিয়ে শাহপরাণের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার বুকে ছুরিকাঘাত করেন ওই ব্যক্তি। অতিরিক্ত রক্তক্ষরণে শাহপরাণের মৃত্যু হয়।
এই সংবাদ আসার পরে শাহপরাণের বাড়িতে চলছে শোকের মাতম। বাংলাদেশে শাহপরাণের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার বড় মেয়ে নাজনীন সুলতানা সরকারি জিয়া মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী এবং ছেলে সাজেদুল ইসলাম সোহান স্থানীয় কোব্বাদ আহম্মদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
শাহপরাণের বাবা এয়ার আহম্মদ জানান, শাহপরাণ ১৩ বছর যাবৎ দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। সেখানে তার তিনটি দোকান রয়েছে।