শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: বাড়িতে কিডনির অসুখে অসুস্থ স্ত্রী। কাজের চাপে ডাক্তার দেখানোর সময় পাচ্ছিলেন না। বাধ্য হয়ে স্ত্রীকে খুন করার জন্য ছুটির
আবেদন করেছেন ভারতের বিহারের বাসিন্দা মুন্না প্রসাদ।
আনন্দবাজারে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, অসুস্থ স্ত্রীর অবস্থা দিনের পর দিন খারাপ হলেও তার চিকিৎসার জন্য কাজের চাপে ছুটি পেতেন না একটি ব্যাংকের ম্যানেজার মুন্না প্রসাদ। এর আগে বার বার ব্যাংকের প্রধান কাযার্লয়ে ছুটির জন্য আবেদন করলেও তাকে ছুটি দেয়া হচ্ছিল না। এরপর বাধ্য হয়েই গত ১৯ জানুয়ারি আবেদনপত্রে স্ত্রীকে খুন করে দাহ-সংস্কারের জন্য দুই দিনের ছুটির আবেদন করেন তিনি। ওই চিঠির কপি পাঠিয়ে দেন দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে। এ চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীর চিকিৎসার জন্য তার ছুটি মঞ্জুর করে কতৃর্পক্ষ।