মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩ কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাহুবলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় সোহাগ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার পিএসসির প্রশ্নফাঁস: দায় স্বীকার করে ৭ জনের জবানবন্দি, ১০ জন কারাগারে দেশের সম্পদ বেচে মুজিবের মেয়ে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

শ্রীমঙ্গলে দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সাথে দুদক মহাপরিচালকের মতবিনিময়

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে : দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমদু এর সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিকাল ৫ টায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ সড়ক ও জনপদের রেষ্ট হাউজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর সভাপতি ডা: হরিপদ রায়, সহসভাপতি সৈয়দা গুলশানারা, সাধারণ সম্পাদক মো: আব্দুর রউপ তালুকদার, সদস্য এস এ হামিদ, সৈয়দ ছায়েদ আহমদ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এর হবিগঞ্জ সমন্বিত কার্যালয়ে সহকারী পরিচালক মো: এরশাদ মিয়া।
মতবিনিময় সভায় দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা হয়।
এর আগে দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমদু দুদকের অর্থে স্থাপিত এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল সহযোগীতায় পরিচালিত ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ও বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের সততা ষ্টোর পরিদর্শন করেন এবং সততা সংঘের সদস্য ও শিক্ষার্থীদের সাথে এ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com