সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে : দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমদু এর সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ সড়ক ও জনপদের রেষ্ট হাউজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর সভাপতি ডা: হরিপদ রায়, সহসভাপতি সৈয়দা গুলশানারা, সাধারণ সম্পাদক মো: আব্দুর রউপ তালুকদার, সদস্য এস এ হামিদ, সৈয়দ ছায়েদ আহমদ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এর হবিগঞ্জ সমন্বিত কার্যালয়ে সহকারী পরিচালক মো: এরশাদ মিয়া।
মতবিনিময় সভায় দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা হয়।
এর আগে দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমদু দুদকের অর্থে স্থাপিত এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল সহযোগীতায় পরিচালিত ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ও বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের সততা ষ্টোর পরিদর্শন করেন এবং সততা সংঘের সদস্য ও শিক্ষার্থীদের সাথে এ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।