বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন

নিপা’র ‘জানরে জান’ (ভিডিও)

নিজস্ব প্রতিনিধি : ভালোবাসা দিবস উপলক্ষে নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছেন সংগীতশিল্পী নিপা। ডুয়েট এই মিউজিক ভিডিওর শিরোনাম ‘জানরে জান’।  প্রকাশ করেছে এনপি মিডিয়া। গানটির কথা লিখেছেন প্রিন্স সাইফুল ইসলাম, সুর করেছেন নুরুল ইসলাম নিলু, সংগীত পরিচালনা করেছেন জয়নাল এবদীন একাত্ত। এই গানে ইসরাত জাহান নিপা’র সঙ্গে গেয়েছেন সংগীত পরিচালক একাত্ত। ‘জানরে জান’ গানের মিউজিক ভিডিও আজ এনপি মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। ভিডিওতে মডেল হয়েছেন জামিল হক ও নিলুফা। ভিডিও’র সম্পাদনা ও পরিচালনায় ছিলেন বনি আমীন রনি।

ভিডিও:

https://www.youtube.com/watch?v=9MV0ONWcP2I

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com