বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি : ভালোবাসা দিবস উপলক্ষে নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছেন সংগীতশিল্পী নিপা। ডুয়েট এই মিউজিক ভিডিওর শিরোনাম ‘জানরে জান’। প্রকাশ করেছে এনপি মিডিয়া। গানটির কথা লিখেছেন প্রিন্স সাইফুল ইসলাম, সুর করেছেন নুরুল ইসলাম নিলু, সংগীত পরিচালনা করেছেন জয়নাল এবদীন একাত্ত। এই গানে ইসরাত জাহান নিপা’র সঙ্গে গেয়েছেন সংগীত পরিচালক একাত্ত। ‘জানরে জান’ গানের মিউজিক ভিডিও আজ এনপি মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। ভিডিওতে মডেল হয়েছেন জামিল হক ও নিলুফা। ভিডিও’র সম্পাদনা ও পরিচালনায় ছিলেন বনি আমীন রনি।
ভিডিও: