রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে

বিদেশ ফেরত ছেলেকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বাবা মা

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা : দুবাই থেকে আসা ছেলেকে চট্টগ্রাম বিমানবন্দর থেকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বাবা মা। বিমানবন্দর পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হতভাগ্যরা।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই নিজামপুর এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসে পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। ওইসময় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন চারজন।
জানা যায়, ছেলে স্বপন মিয়া দুবাই থেকে বাড়িতে আসবে। তাকে গাড়ি নিয়ে আনতে গেছে বাবা আবদুর রহমান ও মা বিবি কুলসুম বেগমসহ অন্যান্য স্বজনরা। প্রবাসী ছেলেকে আনার আগেই পুড়ে ছাই হলেন মা-বাবা।
মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল হোসেন জানান, সকালে নিহতদের বহনকারী মাইক্রোবাসটি চট্টগ্রামে যাচ্ছিল। পথে মিরসরাইয়ের নিজামপুর এলাকায় একই দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান পেছন থেকে সজোরে ওই মাইক্রোবাসটিতে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত হয়েছেন চারজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
মাইক্রোবাস থেকে লাফিয়ে পড়া রাশেদ, মালেক, হাসান ও আবুল কালামকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিহতদের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের কমলপুর গ্রামে। নিহতরা হলেন প্রবাসী স্বপনের বাবা আবদুর রহমান (৭০), মা বিবি কুলসুম বেগম (৬০) এবং মাইক্রোবাসের চালক। তবে চালকের পরিচয় এখনো পাওয়া যায়নি।
এ ঘটনায় নিহতের বাড়িতে শোকের মাতম বইছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com