বুধবার, ০১ মে ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন

মাধবপুর বাজারে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : মাধবপুর বাজারে অভিযান চালিয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অদিদপ্তর।

বুধবার (২৭ মার্চ) দুপুরে পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদনের অপরাধে গ্রামীন বেকারীকে ১০ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ও ইঁদুরে কাটা বিস্কুট বিক্রির অপরাধে বি-বাড়িয়া বেকারীকে ৩ হাজার টাকা এবং দইয়ের পাতিলে ওজনে কম ও মিষ্টি ঢেকে না রাখার অপরাধে বণিক মিষ্টান্ন ভান্ডারকে আরো ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন মাধবপুর থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর।

অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com