সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ট্রাকচাপায় নবম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ট্রাকের চালককে আটক করেছে।
লৌহজং থানার ওসি মনির হোসেন জানান, সোমবার বেলা ১১টার দিকে নওপাড়া উচ্চবিদ্যালয়ের সামনের এ দুর্ঘটনা ঘটে।
নিহত আছিয়া ছৈয়াল (১৬) উপজেলার নওপাড়া গ্রামের আলমঙ্গীর ছৈয়ালের মেয়ে। সে নওপাড়া উচ্চবিদ্যালয়ের ছাত্রী।
বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি মেসলেম খান মন্টু জানান, আছিয়া বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল। বিদ্যালয়ের সামনে পৌঁছালে লৌহজং-নওপাড়া সড়কে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।
খবর ছরিয়ে পড়লে শিক্ষাথীসহ এলাকাবাসী জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এ সময় রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধকারীরা সরে যায়।
ওসি মনির বলেন, দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসী গিয়ে ট্রাকসহ চালককে আটক করে পুলিশে দিয়েছে। চালক দ্বীন ইসলাম (৪১) নিজেই ওই ট্রাকটির মালিক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
গত বছর একই জায়গায় আলুবাহী ট্রাকচাপায় আছিয়ার দাদির মৃত্যু হয়েছিল।