সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০০ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবল দীর্ঘদিন ধরে পলাতম সাজাপ্রাপ্ত আসামী আলমগীর মিয়া (৪০) কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গতকাল সোমবার (১৫ এপ্রিল) মধ্যরাতে তার গ্রামে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে উপজেলার রাঘুপাশা গ্রামের মৃত আব্দুল হাই-এর পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার মিডিয়া অফিসার এসআই মোস্তাফিজুর রহমান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এএসআই আনোয়ার ও মাজেদের নেতৃত্বে একদল পুলিশ তার গ্রামের বাড়ি রাঘুপাশা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আটকের বিষয়টি স্বীকার করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, আলমগীরের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় দায়ের করা মামলায় ৮ মাসের সাজাপ্রাপ্ত অনাদায়ে ৫ লক্ষ টাকা জরিমানার আদেশ রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।