সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন

বাহুবলে ৫০ পিছ ইয়াবাসহ বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাবের-৯

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবলে ইয়াবা ব্যবসায়ী রাসেল মিয়া (২৪) কে গ্রেফতার করেছে র‌্যাব-৯ শ্রীমঙ্গল। এ তার কাছে থেকে ৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। সে শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের জামাল উদ্দিনের পুত্র।  রাসেল হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার মিডিয়া অফিসার এসআই মোস্তাফিজুর রহমান।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ এপ্রিল) রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এসআই মোহাম্মদ ইমদাদুল হক-এর নেতৃত্বে বাহুবল উপজেলার মিরপুর বিশ্বরোডস্থ তিতারকোণা নামক স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী রাসেল মিয়া (২৪) কে গ্রেফতার করে বাহুবল মডেল থানায় সোপর্দ করে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, সোমবার রাতে র‌্যাব-৯ ৫০ পিছ ইয়াবাসহ রাসেলকে গ্রেফতার করে। পরে তাকে থানায় সোপর্দ করলে পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com