মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০৯:০১ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতা, বাহুবল : বাহুবলে উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান দায়িত্বভার গ্রহণ করেছেন। বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের কাছ থেকে এ দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণ শেষে তিনি নেতাকর্মী, সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীদের মিষ্টি মুখ করান।
দায়িত্বভার গ্রহণকালে তিনি আবেগ আপ্লুত কন্ঠে বলেন, আমি আপনাদের সন্তান, আপনারা আপনাদের সন্তানকে ভোট দিয়েছেন, আপনাদের সন্তান দায়িত্ব পালনে ভুল করতে পারে। তখন সন্তানকে শাস্তি না দিয়ে ভুল শুধরানোর সুযোগ দিবেন। আপনাদের ভোট, সর্বাত্মক সহযোগিতা এবং আলাহ তায়ালা তার কুদরতি ক্ষমতা দিয়েই আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি আপনাদের কাছে দূর্বল, আর কারো কাছে নয়। তিনি আরো বলেন, বাহুবল উপজেলার যে কোন গ্রামে মারামারি সংঘটিত হওয়ার পূর্বেই আমাকে খবর দিবেন। আমি আপনাদের সাথে নিয়ে দ্রুততার সহিত ঘটনাস্থলে পৌছে বিষয়টি মিমাংসার চেষ্টা করব ইনশাআলাহ।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন ছাড়াও দায়িত্বভার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যা নিলুফার ইয়াছমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, যুবলীগ নেতা মোশাহিদ আলী, প্রধান শিক্ষক আব্দুল হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহŸায়ক শামীম আহমেদ, জাহির মিয়া তালুকদার, উপজেলা পরিষদের সিএ কনক দেব মিঠু, আরজু মিয়া, মজনুন হাসান ইয়াকুত, নজরুল ইসলাম, ফয়সল চৌধুরী, সালাউদ্দিন প্রমুখ।