সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় রোববারের হামলায় একজন স্বজন হারিয়েছেন বলে জানিয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী। এক টুইট বার্তায় তিনি এ প্রতিক্রিয়া প্রকাশ করে। টিউলিপ বলেন, আমি শ্রীলঙ্কার হামলায় এক আত্মীয়কে হারিয়েছি। এর সবটাই এতো ধ্বংসাত্মক। আশা করি, সবাই নিরাপদে থাকবেন। শ্রীলঙ্কার জনগণের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। টিউলিপ সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। প্রধানমন্ত্রীর ফুপাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী শ্রীলঙ্কার হামলায় নিহত হয়েছে।
বাবা-মায়ের সঙ্গে সেখানে বেড়াতে গিয়েছিল জায়ান।