রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন
লাকসাম, (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার লাকসামে ৫ম শ্রেণির ছাত্রীর ধর্ষনের ঘটনার অভিযোগে ধর্ষককে গতকাল সোমবার রেলওয়ে জংশন থেকে গ্রেপ্তার করেছে লাকসাম থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শনিবার পৌর শহরের উত্তর লাকসাম এলাকার নজির ভান্ডারির বাড়িতে। এ ঘটনায় শিশু কন্যার পিতা লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন। ধর্ষক শিকার ঐ শিশু কন্যাটি কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ১৩ই এপ্রিল দুপুরে তিশা বাসের চালক আবু তাহের খাবারের উদ্দেশ্য উত্তর লাকসাম এলাকার নজির ভান্ডারির বাড়ির ভাড়া বাসায় যায়। কিছুক্ষন পর শিশু কন্যার সাথে তার বান্ধবীও বাসায় আসে। কৌশলে নিজ মেয়েকে অন্যত্র পাঠিয়ে দিয়ে স্ত্রী জেসমিন বেগমকে বাসার দরজায় পাহারা বসিয়ে মেয়ের বান্ধবীকে জোর পূর্বক ধর্ষন করে। ধর্ষিতার আতœচিৎকারে স্থানীয়রা শিশু কন্যাটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লায় প্রেরন করেন। কন্যা শিশুটি এখনও কুমিল্লা মেডিকেল হসপিটালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছে। গত শনিবার ধর্ষিতার পিতা বাদী হয়ে বান্ধবির বাবা আবু তাহের ও মা জেসমিন বেগম পাখিকে অভিযুক্ত করে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন। ওইদিন রাতে লাকসাম থানা পুলিশের এস আই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বান্ধবীর মা জেসমিন বেগমকে বাসা থেকে আটক করে এবং গত সোমবার সন্ধ্যায় লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে ধর্ষক আবু তাহেরকে গ্রেফতার করা হয়।
লাকসাম থানা অফিসার ইনচার্জ মনোজ কুমার দে ঘটনা সত্যতা নিশ্চিত করেন এবং গতকাল মঙ্গলবার দুপুরে ধর্ষককে কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে।