মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন

আজমিরীগঞ্জে ১ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

আজমিরীগঞ্জ সংবাদদাতা : আজমিরীগঞ্জে ১ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মুমূর্ষ অবস্থায় ওই স্কুল ছাত্রীকে প্রথমে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, মঙ্গলবার সকাল থেকে অভিযুক্ত অর্জুন দাস পলাতক রয়েছে।

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ নাজমুল হক জানান, উপজেলার স্থানীয় একটি প্রাথমিক স্কুলের প্রথম শ্রেনীর ছাত্রী সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বাড়ির পাশ্ববর্তী টিউবওয়েলে পানি আনতে যায়। এ সময় প্রতিবেশী অনিল দাশের পুত্র অর্জুন দাশ (১৮) শিশুটিকে কৌশলে ঝোপে নিয়ে ধর্ষণ করে। শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আজমিরীগঞ্জ এবং পরে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ওসি আরো জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত অর্জুন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক কামরুল হাসান জানান, মঙ্গলবার দুপুরে শিশুটির পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর তাকে ধর্ষণ করা হয়েছে কি না বুঝা যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com