সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

ইরানের পাশে আছে চীন

তরফ আন্তর্জাতিক ডেস্ক : একদিকে যুদ্ধের ডঙ্কা। অন্যদিকে বিশ্ব তেলবাজার থেকে ইরানকে বিচ্ছিন্ন করে দেয়ার মার্কিন চেষ্টা। তার মধ্যে চীন-ইরান সম্পর্কের ভূয়সী প্রশংসা করলো দুই দেশ।  ইরানের তেল রপ্তানির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরান সেই প্রচেষ্টার বিরুদ্ধে উদ্যোগ শুরু করেছে। তারা চেষ্টা করছে ইরানি তেলের বিশ্ববাজারকে উন্মুক্ত রাখতে। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ সাক্ষাত করেছেন চীনে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে। ইরানি তেলের বড় ক্রেতা হলো চীন। তাই চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন  দিয়াওতাই’য়ে বৈঠকে বসেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকের শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বে আমাদের ঘনিষ্ঠতম অংশীদারদের অন্যতম হিসেবে আমরা চীনকে বিবেচনা করি। তিনি আরো বলেন, দ্বিপক্ষীয় এবং বহুবিধ উপায়ে চীনকে সহযোগিতা করতে চায় ইরান। তা করা হবে দুই দেশের মানুষের স্বার্থে নিরাপত্তা ও শান্তির জন্য। বৈঠকে ওয়াং বলেন, চীন আশা করে ইরান তার পারমাণবিক চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে। তিনি আরো জানান, একতরফা অবরোধের ঘোর বিরোধী চীন। ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী তথাকথিত অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্র।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com