মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন
মাগুরা সংবাদদাতা : মাগুরায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটির চালক এবং অন্যটির হেলপারের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৮টার দিকে সদর উপজেলার ইছাখাদা এলাকায় এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে মাগুরা সদর থানার এসআই বিশ্বজিৎ রায় জানিয়েছেন।
তিনি বলেন, ইছাখাদা দরগা এলাকায় আরএফএল এর ডিপো থেকে মালামাল নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল একটি ট্রাক।
পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে আরএফএলের ট্রাকের হেলপার নাইম এবং অপর ট্রাকের চালক মুন্সীগঞ্জের শাহাদত হোসেনসহ চারজন গুরুতর আহত হন।
তাদেরকে মাগুরা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাইম ও শাহাজাহানকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই বিশ্বজিৎ।
তিনি বলেন, আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন।