শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : হিজরী ১২ মাসের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও পবিত্র মাস রমজান-শাওয়ালের চাঁদ দেখতে শিগগিরই উন্নত প্রযুক্তি চালু করতে যাচ্ছে সৌদি আরব। সর্বাধুনিক টেলিস্কোপ স্থাপনের মাধ্যমে চাঁদ দেখার প্রক্রিয়াকে আরও সহজ করবে বলে জানিয়েছেন দেশটির চাঁদ দেখা কমিটি।
শুক্রবার (৭ জুন) দেশটির স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের সুপারভাইজার অব চেয়ার ইয়াসিন মালিকি।
তিনি বলেন, আগামী রমজান থেকে মক্কার নতুন ‘ক্লক টাওয়ার’ পর্যবেক্ষণাগার হিসেবে ব্যবহৃত হবে। টাওয়ারটিতে সর্বাধুনিক টেলিস্কোপ স্থাপন করা হবে। এর মাধ্যমে সহজেই রোজার চাঁদ দেখা যাবে। তিনি বলেন, মুসলিম বিশ্বের প্রথম পর্যবেক্ষণাগার হিসেবে এটি মহাকাশ গবেষণা সংস্থাগুলোকে সহযোগিতা করবে।
মক্কায় চালু হওয়া এ সমন্বিত পর্যবেক্ষণাগার থেকে আগামী রমজান ও শাওয়াল মাসের চাঁদ পর্যবেক্ষণ করা হবে।