মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারে প্রথম নারী ডিসি নাজিয়া শিরিন

মৌলভীবাজার সংবাদদাতা : মাঠ প্রশাসনে রদবদলে মৌলভীবাজার জেলায় নতুন জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব দিয়েছে সরকার। মঙ্গলবার রাতে এ আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে নীলফামারীর ডিসি নাজিয়া শিরিনকে মৌলভীবাজারে বদলি করা হয়েছে। তিনি বিসিএস ২০ তম ক্যাডার। তাঁর গ্রামের বাড়ী বাগেরহাটে। নাজিয়া শিরিনই মৌলভীবাজার জেলার প্রথম নারী ডিসি হিসেবে যোগদান করতে যাচ্ছেন।

জানা যায়, নাজিয়া শিরিন এম এ (ইংরেজি), মাস্টার্স ইন পাবলিক পলিসি এন্ড ম্যানেজমেন্ট, পিজিডি (যুক্তরাজ্য) ডিগ্রি অর্জন করেছেন। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রধান শিক্ষা কর্মকর্তার দায়িত্বও পালন করেছেন।

মৌলভীবাজারের বর্তমান জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামকে জননিরাপত্তা বিভাগের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com