সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন

বাহুবলে মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে কিশোরের মৃত্যু

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবলে মোবাইল ফোনে চার্জ করতে গিয়ে বিস্ফোরণে সাজু মিয়া (১২) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টায় উপজেলা পুটিজুরী ইউনিয়নের চক মন্ডলকাপন গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সাজু মিয়া উপজেলার চক মন্ডলকাপন গ্রামের জালাল মিয়ার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকালে বৈদ্যুতিক চকেটে চার্জে লাগিয়ে মোবাইল ব্যবহার করছিল সে। এক সময় মোবাইলটি বিস্ফোরিত হয়ে সাজু মিয়ার বুকের বাম পার্শ্বে চিটকে পড়ে। এতে তার বুকের বাম পার্শ্ব জ্বলসে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পরে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com