মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন

বাংলাদেশের বিপক্ষে খেলা নিশ্চিত নয় স্টয়নিসের

তরফ স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলা নিশ্চিত নয় মার্কাস স্টয়নিসের। তবে ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে থাকা এই অলরাউন্ডার বিশ্বকাপ দলে জায়গা ধরে রেখেছেন বলে জানিয়েছেন কোচ জাস্টিন ল্যাঙ্গার।

ওভালে ভারতের বিপক্ষে ম্যাচে সাইড স্ট্রেইনের চোটে পড়েন স্টয়নিস। খেলতে পারেননি পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দলের পরের দুই ম্যাচে। তার ‘কাভার’ হিসেবে মিচেল মার্শকে উড়িয়ে আনে অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় ট্রেন্ট ব্রিজে বাংলাদেশের মুখোমুখি হবে অ্যারন ফিঞ্চের দল। অনুশীলনে স্টয়নিস নিজের সর্বোচ্চটা দিচ্ছেন বলে জানান ল্যাঙ্গার।

“নিজেকে ফিট করে তুলতে সে সম্ভাব্য সবকিছুই করেছে। কোনো কিছুর জন্যই সে এই সুযোগের ব্যাপারে হাল ছাড়বে না।”

“সে দৃঢ়প্রতিজ্ঞ, তাই সে এখন যেখানে আছে তা আমাকে অবাক করে না। … আশা করি, টুর্নামেন্টে সে সত্যিকারের একটা প্রভাব বিস্তার করতে পারবে।”

শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রামে থাকা ন্যাথান কোল্টার-নাইলও দলে ফিরতে প্রস্তুত বলে জানিয়েছেন ল্যাঙ্গার।

“সে ফিট এবং পরের ম্যাচ খেলার জন্য সে নিশ্চিতভাবেই ফিট।”

এখন পর্যন্ত প্রতিযোগিতায় নিজেদের পাঁচ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। শীর্ষে থাকা ইংল্যান্ডের সমান ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com