শনিবার, ০৪ মে ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন

বৃন্দাবনের গ্রিন টি নিলামে নতুন রেকর্ড, সাড়ে ২৪শ’ টাকা কেজি দরে বিক্রি

মনিরুল ইসলাম শামিম : বাহুবলের বৃন্দাবন চা বাগানে উৎপাদিত বিশেষায়িত ‘গ্রিন টি’ ২য় বারের মতো রেকর্ড মূল্যে নিলামে বিক্রির মাধ্যমে সাড়া ফেলেছে। গতকাল সোমবার চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে অনুষ্ঠিত নতুন বছরের প্রথম সপ্তাহের নিলামে সর্বোচ্চ সাড়ে ২৪শ’ টাকা কেজি ধরে গ্রিন টি বিক্রি হয়েছে।

এর পূর্বে গত ২১ ডিসেম্বরে অনুষ্ঠিত নিলামে সাড়ে ১৬শ টাকা কেজি ধরে গ্রিন টি বিক্রি করে রেকর্ড করেন। এতে চা শিল্পে নেমে আসা ধস ঠেকাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পরিবেশ বান্ধব ও বিষমুক্ত নিরাপদ চা উৎপাদনের লক্ষ্যে ২০১৮ সাল থেকেই বৃন্দাবন চা বাগানের ব্যবস্থাপক নাছির উদ্দিন খান চায়ের নতুন উদ্ভাবন কাজ শুরু করেন। গতানুগতিক ধারার বাইরে এসে বিশেষায়িত চা উৎপাদনের লক্ষ থেকেই তিনি এই কাজ শুরু করেন।

এমন অভূতপূর্ব সাফল্যে উচ্ছ্বসিত বৃন্দাবন চা বাগানের ব্যবস্থাপক নাছির উদ্দিন খান আরো বলেন, আমার সরাসরি তত্বাবধানে উৎপাদিত ‘গ্রিন টি’ গত নিলামে সাড়ে ১৬শ টাকা কেজি ধরে বিক্রি হয়েছিল। যা তখন সময় পর্যন্ত রেকর্ড সংখ্যক দাম ছিল। আলহামদুলিল্লাহ নতুন বছরের প্রথমে নিলামেই আমার তৈরীকৃত গ্রিন টি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ দরে বিক্রি হয়েছে। এমন সাফল্যে বিষমুক্ত নিরাপদ ও বিশেষায়িত চা তৈরিতে আমার আগ্রহ বেড়েছে বহুগুণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com