শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবল হাসপাতালের নতুন ব্যবস্থাপনা কমিটি প্রথম সভা বাহুবলে উপজেলা পরিষদ নির্বাচনের বাছাইয়ে দুই প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল শিশুদের বিবাদের জেরে আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর কেএনএফের প্রধান সমন্বয়ক বান্দরবানের বাসা থেকে গ্রেপ্তার ফেনীতে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ৬ ফিলিস্তিনি শিশু দিবস: গাজায় প্রতি ঘণ্টায় মরছে ৪ শিশু বাহুবলে বাংলা নববর্ষ ও ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বাহুবল মডেল প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিগগিরই ৫৬ হাজার শিক্ষক নিয়োগ

তরফ নিউজ ডেস্ক: শিগগিরই ৫৬ হাজার শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। কেননা আইন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মূল বাধা ‘মামলার’ বিষয়ে মতামত দিয়েছে। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন এনটিআরসিএ’র চেয়ারম্যান আশরাফ উদ্দিন।

এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ফলে প্রায় দুই বছর বন্ধ থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের জটিলতার অবসান ঘটতে যাচ্ছে।

এনটিআরসিএ’র চেয়ারম্যান জানিয়েছেন, আমরা আইন মন্ত্রণালয়ের মতামত পেয়েছি। এখন তা পাঠানো হবে শিক্ষা মন্ত্রণালয়ে। এরপর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে। মন্ত্রণালয়ের মতামত পর দ্রুততম সময়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, আমরা চাই মুজিববর্ষে ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সব শূন্য পদ পূরণ করতে। সেজন্য এনটিআরসিএ মতামত এখনও মন্ত্রণালয়ে পাঠায়নি। পেলে দ্রুত সময়ে মতামত দিয়ে পাঠানো হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে শূন্য রয়েছে ৫৭ হাজারেরও বেশি পদ। নিয়োগে সুপারিশ করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের ভুলের কারণে নিযোগ না পাওয়া ১ হাজার ২৮৪ পদে আগের ভুক্তভোগীদের। সে বিবেচনায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হতে পারে ৫৬ হাজারের মতো শূন্য পদে।

প্রসঙ্গত, ১৩তম নিবন্ধনধারীরা রিট মামলা করেছিলেন বেসরকারি শিক্ষক পদে নিয়োগের সুযোগ পেতে। আদালতের নির্দেশনা আছে সেই রিট করা ২ হাজার প্রার্থীকে আবেদনের সুযোগ দিতে। এমনকি আদালত নির্দেশনা দেন যাদের বয়স ৩৫ বছর হয়ে গেছে তাদেরকেও আবেদনের সুযোগ দিতে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com