বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবল হাসপাতালের নতুন ব্যবস্থাপনা কমিটি প্রথম সভা বাহুবলে উপজেলা পরিষদ নির্বাচনের বাছাইয়ে দুই প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল শিশুদের বিবাদের জেরে আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর কেএনএফের প্রধান সমন্বয়ক বান্দরবানের বাসা থেকে গ্রেপ্তার ফেনীতে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ৬ ফিলিস্তিনি শিশু দিবস: গাজায় প্রতি ঘণ্টায় মরছে ৪ শিশু বাহুবলে বাংলা নববর্ষ ও ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বাহুবল মডেল প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অসহায় মানুষের পাশে শ্রীমঙ্গল ফুলকলি সোসাইটি

নিজস্ব প্রতিবেদক: করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি। কর্মহীন হয়ে পড়েছে দেশের লাখ লাখ মানুষ। এতে নিম্ন ও মধ্য আয়ের মানুষগুলো পড়েছে বেশ বিপাকে। তবে এ সমস্যা লাঘবে দেশব্যাপী সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, প্রাশাসনিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে নিম্ন ও মধ্য আয়ের পরিবারকে খাদ্য সামগ্রী ও সুরক্ষা সামগ্রী প্রদান করা হচ্ছে।

এরই ধাকাবাহিতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সামাজিক ও শিশু সংগঠন শ্রীমঙ্গল ফুলকলি সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার ৬মে রাতে প্রায় অর্ধ শতাধিক অসহায় দুস্থ্য পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ ও হ্যান্ডওয়াশ বিতরণ করা হয় ৷

এ সময় উপস্থিত থেকে রাতে ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ করেন শ্রীমঙ্গল ফুলকলি সোসাইটির সভাপতি এনাম হোসেন চৌধুরী মামুন ও সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম রুম্মন ৷

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি গোলাম রহমান মামুন, সহ-সভাপতি জহির উদ্দীন, শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল কাশেম, কোষাধ্যক্ষ যোবায়ের আহমেদ, সদস্য শফিক মিয়া, জুম্মন আহমেদ প্রমুখ ৷

সংগঠনের সভাপতি মামুন চৌধুরী বলেন, দেশের এই দুর্যোগ মুহুর্তে ঘরবন্দি নিম্ন ও মধ্য আয়ের মানুষগুলোকে না খেয়ে থাকতে যেন না হয় সেজন্যই ফুলকলি সোসাইটি এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ৷

শ্রীমঙ্গল ফুলকলি সোসাইটি একটি সামাজিক ও শিশু সংগঠন যারা আর্থিক অনুদান দিয়ে এ কার্যক্রমে সহযোগীতার হাত বাঁড়িয়েছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এসআই রুম্মন ৷ তিনি বলেন সমাজে যারা বিত্তবান রয়েছেন তারা সবাই নিম্ন ও মধ্য আয়ের মানুষের পাশে দাঁড়ালে মানুষগুলোকে না খেয়ে কষ্ট করতে হবে না। আসুন সবাই অসহায় মানুষের পাশে দাঁডাই রাতের আঁধারে ৷

অপর দিকে গত ২৯ এপ্রিল শ্রীমঙ্গলের ঐতিয্যবাহী ক্লাব গোল্ডেন ক্লাব ১৫০জনকে খাদ্য সামগ্রী ও বিশ জনকে ১হাজার করে নগদ ২০হাজার টাকা প্রদান করা হয় ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com