শনিবার, ০৪ মে ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

র‍্যাবের হাতে ২৮১ বোতল বিদেশী মদসহ মাদক সম্রাট মঞ্জু আটক

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে ২৮১ বোতল বিদেশী মদ ও মাদক বিক্রির ২,৩৪,০০০ টাকাসহ মাদক সম্রাট মঞ্জুকে আটক করেছে র‍্যাব-৯ ৷

শনিবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৫ টার দিকে কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের ইটারঘাট থেকে তাকে আটক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব ৷

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর কোম্পানি কমান্ডার এএসসি, মেজর আহমেদ নোমান জাকি, লেঃ কর্ণেল আবু মুসা, মোঃ শরীফুল ইসলাম পিএসসি, লেঃ কমাঃ সিজান আহমেদ, এর নেতৃত্বে শনিবার কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের ইটারঘাট গ্রামে অভিযান চালায় র‍্যাব-৯ ৷ সে সময় ১ জন কে আটক করে র‍্যাব ৷ আটককৃতর কাছ থেকে ২৮১ বোতল বিদেশি মদ এবং মাদক বিক্রির ২,৩৪,০০০ টাকা (দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা) উদ্ধার করা হয়।

কোম্পানি কমান্ডার এএসপি মেজর আহমেদ নোমান জাকি বলেন, মাদকাসক্তি একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। যে সমস্যা যুব সমাজ তথা দেশ ও জাতির আগামী দিনের চালিকাশক্তি, তাদের একটি অংশ মাদকাসক্তির কবলে পড়ে নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে ৷ মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত মাদক পরিবহনে নিত্য নতুন ও অভিনব কৌশল অবলম্বন করে আসছে। র‌্যাব এসকল মাদক ব্যবসায়ীদের আটক করে আইনের আওতায় আনতে দীর্ঘদিন ধরে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছে তিনি আরও বলেন ভবিষ্যতে র‌্যাব-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে ৷

এ ঘটনায় র‍্যাব বাদি হয়ে মামলা দায়ের করে আলামত সহ আসামিকে সংশ্লিষ্ঠ থানায় প্রেরণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com