সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:০০ অপরাহ্ন

জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিল করা হয়নি

তরফ নিউজ ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়ার রহমানের রাষ্ট্রীয় ‘বীর উত্তম’ খেতাব বাতিল করা হয়নি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তবে যারা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত বা সাজাপ্রাপ্ত খুনি তাদের খেতাব বাতিলের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে যদি জিয়াউর রহমানের সম্পৃক্ততা পাওয়া যায়, তারপর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কমিটি তদন্ত করছে। তদন্ত করার পর জাতির সামনে তথ্য-উপাত্ত উপস্থাপন করা হবে। আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ‘১৯ শে মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদযাপন পরিষদ’র উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে গত ৯ই ফেব্রুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর এক সভায় বঙ্গবন্ধু হত্যাকা-ে জিয়াউর রহমানকে মদততাদা উল্লেখ করে মুক্তিযুদ্ধে অবদানের জন্য তার রাষ্ট্রীয় বীরউত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত নেয়া হয় বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com