রবিবার, ০৫ মে ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন

বকশীগঞ্জে স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে জনতার সংলাপ অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে “গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ” প্রকল্পের আওতায় সরকারের বিভিন্ন নীতিমালার বাস্তবায়ন, স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে জনতার সংলাপ বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অক্সফ্যাম ও সিপিডির যৌথ অংশীদারিত্বে এবং উন্নয়ন সংঘের উদ্যোগে ধুমালীপাড়া জি.সি প্রশিক্ষণ ওই সংলাপ অনুষ্ঠিত হয়।

উন্নয়ন সংঘ ইইউ সিএসও প্রকল্পের কমিউনিটি মবিলাইজার জিএম ফাতিউল হাফিজের সঞ্চালনায় এবং উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পালের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন , উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মোহাম্মদ মনজুরুল হক, এসডিজি জেলা নেটওয়ার্কের সভাপতি অধ্যাপক আফসার আলী, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, জেলা নেটওয়ার্কের সদস্য সাহাজ উদ্দিন মাস্টার, মো. আশরাফ আলী, সিবিও নেতা আবদণয় ছালাম, শাহীনা বেগম, নাছিমা ইয়াসমীন কনা, নাসরিন জাহান স্মৃতি, শাহ সুলতান ও আকতার আলী।

সংলাপে প্রাণি সম্পদ বিভাগের কার্যক্রম, প্রণোদনা, প্রাণি সম্পদ বিভাগের কার্যক্রমে সিবিওদের অন্তুর্ভুক্ত করা, কৃষি প্রণোদনা , কৃষিতে সিবিও নেতৃবৃন্দ ও কমিউনিটিকে অন্তুর্ভুক্তকরণ, নিরাপদ খাদ্য নিশ্চিত করা, দুস্থ তরুনীদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা, নারীদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে আসা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com