রবিবার, ০৫ মে ২০২৪, ১২:২৪ অপরাহ্ন

শ্রীমঙ্গলে একদিনে আরো ১৫ জনের শরীরে করোনা শনাক্ত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গলে নতুন করে আরো ১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা অফিসার মো. সাজ্জাদ হোসেন চৌধুরী নিশ্চিক করে বলেন, আক্রান্তদের নমুনা প্রেরণের পর আজ ১৫ জনের শরীরে করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসে।

তিনি বলেন, এরপরও মানুষ হাসপাতালে আসছেন মাস্ক ছাড়া। অন্তঃবিভাগে ভর্তি রোগী দেখতে ভীড় জমাচ্ছেন রোগীর স্বজনরা যাদের অধিকাংশের মুখেই মাস্ক থাকে না। তিনি হাসপাতালে আগতদের উদ্দেশ্যে বলেন, এখনই আরো সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে সেবা নিতে আসুন। প্রতিদিনই জরুরি বিভাগে শ্বাসকষ্ট নিয়ে আসা রোগীর সংখ্যা বাড়ছে। এভাবে চলতে থাকলে শ্রীমঙ্গলবাসীর জন্য মহাবিপদ আসন্ন! হাসপাতালে জরুনি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর সাথে আসা লোকজনকে মুখে মাস্ক পরে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আসার আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com