শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

লাকসামে রবিন এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন

কোহিনুর প্রীতি, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার লাকসামে রবিন এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার শহরের পাতিল পট্টীতে হরেক রকমের মনোহরী সামগ্রী নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।

রবিন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী আলহাজ্ব এইচ এম মোশারফ হোসেন কাঞ্চনের সভাপতিত্বে আয়োজিত দোয়া ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের।

বিশেষ অতিথি ছিলেন, লাকসাম প্রেসকাবের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, লাকসাম উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল কুদ্দুস, কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব অহিদুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মনির হোসেন, লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, দপ্তর সম্পাদক ফারুক আল শারাহ, মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মিজানুর রশিদ, মোঃ সায়েদ মুন্সি প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন লাকসাম ধান বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আফজাল হোসাইন। দোয়া ও মুনাজাত শেষে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com