রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ২০

মিরপুর ইউপি চেয়াম্যানের দায়িত্ব গ্রহণ করলেন শামীম আহমদ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের অন্যতম মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক সফল মেম্বার মো. শামীম আহমদ। মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্য দিয়ে দায়িত্ব গ্রহন করেন নবনির্বাচিত চেয়ারম্যান, সকল পুরুষ সদস্য ও নারী সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে লাল গালিছা অভ্যর্থনা নিয়ে ইউনিয়ন পরিষদের প্রধান ফটকে লাল ফিতা কেটে পরিষদের ভিতরে সভাস্থলে উপস্থিত হন চেয়ারম্যান শামীম আহমদ। সেখানে তাকে শুভেচ্ছা জানায় বাহুবল মুক্ত স্কাউট গ্রুপের একটি ইউনিট। পরে চেয়ারম্যান পরিষদের নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করেন।

শুভেচ্ছা পর্ব শেষে হাফেজ মুছাব্বির হোসেন এর কন্ঠে কোরআন তেলাওয়াত ও সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় আলোচনা সভা। সাংবাদিক সিদ্দিকুর রহমান মাসুমের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা। পরে নব দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান শামীম আহমদ বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নব নির্বাচিত সদস্য মো: কদর আলী, মো: শফিকুল ইসলাম, মো: কদ্দুছ মিয়া, মো: ফুল মিয়া, হাজী আবিদ আলী বুধন, মো: দরবেশ আলী ছায়েদ, মো: দরবেশ আলী, মো: ইসমাঈল আলী, মো: আফরোজ আলী তালুকদার, নারী সদস্য রহিমা খাতুন চম্পা, মোছা: মিনারা বেগম,রাজিয়া আক্তার, মিরপুর ব্যকস’র সভাপতি মোতাব্বির হোসেন, ব্যবসায়ী মিন্টু চন্দ্র দেব, গীতিকার এমআর মামুন, কবি গোলাম মোস্তফা শৈবাল, কাউছার আহমদ মুন্না প্রমুখ।

আলোচনা সভা শেষে মিরপুর মাদ্রাসার মুহতামিম মুফতি ওয়াহিদুল ইসলাম মুনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে বাহুবল মুক্ত স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক আল সায়েম শাকিলের নেতৃত্বে একটি ইউনিট।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com