শনিবার, ১৮ মে ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জনগণ যাকে ভালবাসবে, দায়িত্ব দিতে চাইবে, তাকেই দেবে- জেলা প্রশাসক বাহুবলে বিয়ের আনন্দ-ফুর্তি চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবতীর মুত্যু বাহুবল উপজেলা নির্বাচন : ২০ প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ বাহুবল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিহত ২ বাহুবল হাসপাতালের নতুন ব্যবস্থাপনা কমিটি প্রথম সভা বাহুবলে উপজেলা পরিষদ নির্বাচনের বাছাইয়ে দুই প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল শিশুদের বিবাদের জেরে আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বাহুবলে নানা কর্মসূচীতে পহেলা বৈশাখ পালন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পহেলা বৈশাখ পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১০টায় মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। মঙ্গল শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ- ১ আসনের সাংসদ গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) রেহেনা মজুমদার মুক্তি, বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার আবুল খয়ের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল আউয়াল, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইউসুফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, সাধারণ সম্পাদক এক শামছুদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসিম প্রমুখ।

পরে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ৭০% ভুর্তকির আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। এর মধ্যে ছিল ৩টি কম্বাইন হারভেস্টার, কৃষক প্রতি ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com