মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন

বাহুবলে চালককে হত্যা করে টমটম ছিনতাই

দিদার এলাহী সাজু, বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে কাসেম মিয়া (২৫) নামে এক চালককে হত্যা করে টমটম ছিনতাই করেছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার লামাতাসী ইউনিয়নের ভাতকাটিয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।

নিহত টমটম চালক কাসেম মিয়া উপজেলার লামাতাসী গ্রামের আব্দুল আলীর পুত্র ।

নিহতের চাচা আব্দুন নুর জানান, গতকাল সোমবার দুপুরে কাসেম মিয়া টমটম নিয়ে বাড়ী থেকে বের হওয়ার পর আর ফিরেনি । আজ মঙ্গলবার ভোরে স্থানীয়রা তার মরদেহ ভাতকাটিয়া এলাকায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, কোন একদল ছিনতাইকারী তাকে হত্যা করে টমটমটি ছিনতাই করে নিয়ে গেছে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, দ্রুত সময়ের মধ্যে খুনীদের চিহ্নিত ও গ্রেফতার করতে ইতোমধ্যেই প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com