রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ২০

জনি হত্যা মামলার আসামি রিমান্ডে, উত্তেজিত জনতার বিরুদ্ধে পুলিশের মামলা

দিদার এলাহী সাজু, বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জ শহরে চোরের হামলায় এসএসসি পরীক্ষার্থী জনি দাস হত্যা মামলার আসামী সাজু মিয়ার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (৯ জুলাই) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাকন দে এ রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামী সাজু মিয়ার পক্ষে কোন আইনজিবি আদালতে ছিলেন না। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজিবি ত্রিলোক কান্তি চৌধুরী বিজন।

এদিকে, আদালতের কাঠগড়া থেকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় একদল উত্তেজিত লোক আসামী সাজু মিয়ার উপর হামলার চেষ্টা করে। এ সময় আদালত প্রাঙ্গনে চরম আতঙ্ক, বিশৃঙ্খলা, ধাক্কাধাক্কি ও হট্রগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ আইনজিবি ও আইজিবি সহকারীদের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

এ ঘটনায় কোর্ট পুলিশের এ.এস.আই সবুজ চন্দ্র বাদী হয়ে সন্ধায় হবিগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাত ৪০/৫০ জন উত্তেজিত ব্যক্তিদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। এতে সরকারী কাজে বাঁধার অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ ইন্সপেক্টর নাজমুল হক।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম শাহাব উদ্দিন শাহীন জানান, এজাহার পেয়েছি; অবশ্যই তা মামলায় রুপান্তর হবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত ৩ জুলাই ভোরে চুরি করতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী জনি দাস ও তার বড় ভাই জীবন দাস জয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অজ্ঞাত চোর। পরে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ৫ জুলাই বিকেলে নিহত জনির বাবা নরধন দাস বাদী হয়ে সদর মডেল থানায় অজ্ঞাত বঢক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ৭ জুলাই ভোরে শহরের কামড়াপুর এলাকা থেকে সাজুকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com