মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে ৯ যুবক-যুবতি আটক

তরফ নিউজ ডেস্ক: সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে পৃথক পৃথক অভিযানে ৯ নারী-পুরুষকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শনিবার (২৩ আগস্ট) বিকেল পৌণে তিনটা থেকে পৌণে ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, বিকেল পৌণে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোডের হোটেল ‘বাধান’-এ অভিযান চালানো হয়।

এসময় হোটেলটি থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ যুবক ও ২ যুবতিকে আ ট ক করা হয়।

তারা হলেন, জামাল মিয়া (৩২, ম্যানেজার), মাইন উদ্দিন (২০), তাহলিল আহমেদ (২৩), মাহি আক্তার (২৫) ও কলি বেগম (২৩)।

পরে বিকেল পৌণে ৫টার দিকে গোয়েন্দারা অভিযান চালান নগরীর হুমায়ুন রশীদ চত্ত্বর এলাকার ঢাকা প্যালেস হোটেলে।

এ হোটেল থেকে অনৈতিক কাজের অভিযোগে আটক করা হয় দুই যুবক ও দুই যুবতিকে। তারা হলেন, মো. আসাদুজ্জামান (২৬), মো. ফাহিম আহমদ (২৬), জান্নাতুল ফেরদৌস (২৫), ও মনি আক্তার (১৯)।

আটককৃতদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি। তাদের সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com