শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
দিদার এলাহী সাজু, নিজস্ব প্রতিবেদক: ১২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ। ১০ অক্টোবর (শুক্রবার) ভোরে নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। ধৃত ব্যক্তির নাম আব্দুর হেকিম। সে বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের মৃত মঞ্জব আলীর পুত্র।
আটক অভিযানে নেতৃত্ব দেন বাহুবল মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম। সাথে ছিলেন এস.আই বুলবুল আহমেদ ও এ.এস.আই আব্দুল বারেকসহ সঙ্গীয় ফোর্স৷
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ধৃত আব্দুল হেকিমকে মাদক আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।