শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জনগণ যাকে ভালবাসবে, দায়িত্ব দিতে চাইবে, তাকেই দেবে- জেলা প্রশাসক বাহুবলে বিয়ের আনন্দ-ফুর্তি চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবতীর মুত্যু বাহুবল উপজেলা নির্বাচন : ২০ প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ বাহুবল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিহত ২ বাহুবল হাসপাতালের নতুন ব্যবস্থাপনা কমিটি প্রথম সভা বাহুবলে উপজেলা পরিষদ নির্বাচনের বাছাইয়ে দুই প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল শিশুদের বিবাদের জেরে আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

করোনা : জরুরী স্বাস্থ্যসেবা দিচ্ছে ‍‍ “বাহুবল ডক্টরস এসোসিয়েশন”

নিজস্ব প্রতিনিধি : বাহুবলে করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে মোবাইল ফোনে জরুরী স্বাস্থ্যসেবা প্রদান করবে “বাহুবল ডক্টরস এসোসিয়েশন” (বিডিএ)। চিকিৎসা সংক্রান্ত যে কোন জরুরী প্রয়োজনে পরামর্শ প্রদান করতে কাজ করবে এ সংগঠনটি। দিন রাত ২৪ ঘন্টা বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা দেয়ার মহতি উদ্যোগকে সময়োপযোগি আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।

বাহুবল ডক্টরস এসোসিয়েশসের মুখপাত্র ডা. আব্দুর রব শুভন বলেন, ইতিমধে আমাদের প্রিয় মাতৃভূমি সহ প্রায় গোটা পৃথিবী এক গভীর সংকট কাল অতিক্রম করছে। করোনা ভাইরাসের সংক্রমণে দিন দিন লাশের মিছিল ভারী হচ্ছে। এই বৈশ্বিক মহামারিলগ্নে আমরা আমাদের বাহুবল উপজেলার সকল মানুষকে প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য ১৩ জন ডাক্তার টেলিফোনের মাধ্যমে স্বাস্থ্যসেবায় নিয়োজিত আছি। আপনাদের যে কোন ধরনের স্বাস্থ্য বিষয়ক সমস্যার জন্য সরাসরি হাসপাতালে না গিয়ে আমাদের সাথে যোগাযোগ করে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে পারবেন নিম্নলিখিত সময় ও নাম্বারে।

এ ক্ষেত্রে ফোন দেয়ার আগে কিছু নির্দেশনা মেনে চলবেন।
(১) কথা গুছিয়ে রাখুন, সংক্ষেপে প্রধানতম সমস্যা বলতে চেষ্টা করুন এবং শারীরিক অসুস্থতা জনিত যে কোনো প্রকার তথ্য গোপন করা থেকে বিরত থাকুন।
(২)  খাতা, কলম সামনে নিয়ে বসবেন।
(৩) বর্তমানে যদি কোন প্রেসক্রিপসন ফলো করেন তা বের করে নিয়ে বসবেন।
(৪) সম্ভব হলে প্রেসক্রিপশন পড়তে পারে এবং লিখতে পারে এমন কাউকে সাথে নিবেন।
(৫) যদি আগে থেকে কোনো প্রকার স্বাস্থ্যগত সমস্যা থাকে তা উল্লেখ করবেন।
(৬) আমরা একটি খারাপ সময় পার করছি। তাই অপ্রয়োজনীয়/অবাঞ্চিত কল দিয়ে আরেকজন কে সেবা থেকে বঞ্চিত করবেন না। সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। সবাই সামাজিক দূরত্ব বজায় রাখুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্থতাই কাম্য

ডা. আহমেদুল কবির সায়েম
এম.বি.বি.এস
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট
সময়- সকাল ৯টা-বেলা ১১টা।
মোবাইলঃ ০১৭৩৮ ৬৫৮৬১৩

ডা. মোঃ মোহিদ
এম.বি.বি.এস
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট
সময়- সকাল ১০টা-দুপুর ১টা।
মোবাইলঃ ০১৭১০ ২৮৬০৮০

ডা. শেখ নাছিলাত ইয়াসমিন
এম.বি.বি.এস
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল
সময়- সকাল ১০টা-দুপুর ১২টা।
মোবাইলঃ ০১৮৭০ ৭৬৪৯১৫

ডা. মিহির মনি শীল
এম.বি.বি.এস (সি.ইউ) সি.এম.ইউ
জেনারেল ফিজিশিয়্যান, চাঁদের আলো ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার, বাহুবল
সময়- সকাল ১০টা-দুপুর ১টা।
মোবাইলঃ ০১৩০৭ ৮৫৩৫১০

ডা. আব্দুল্লাহ আল-মামুন
এম.বি.বি.এস
পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট
সময়- দুপুর ১টা- বিকাল ৪টা।
মোবাইলঃ ০১৭৫৬ ৪৯৫৫৫৭

ডা. আব্দুর রব শুভন
এম.বি.বি.এস
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট
সময়- বিকাল ৩টা-বিকাল ৫টা।
মোবাইলঃ ০১৭৩২ ১৯০৭৮৬

ডা. জাহেদ খান
এম.বি.বি.এস, সি.সি.ডি (বারডেম) ডিএ কোর্স
রাজশাহী মেডিকেল কলেজ, জেনারেল ফিজিশিয়ান
ডায়াবেটিস, এনেস্থিসিয়া ও আইসিইউ স্পেশালিষ্ট
সময়- বিকাল ৩টা-বিকাল ৫টা।
মোবাইলঃ ০১৭১৭ ১৯১৩৩৯

ডা. আশরাফুল আলম নাসিম
বি.ডি.এস সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
ডেন্টাল সার্জন
সময়- বিকাল ৫টা-রাত ৮টা।
মোবাইলঃ ০১৭২২ ৯৯০২৯৭

ডা. মৌসুমী সিদ্দিকা তালুকদার
এম.বি.বি.এস জেনারেল ফিজিশিয়াস
মা ও শিশু রোগে অভিজ্ঞ
সময়- বিকাল ৪টা- সন্ধ্যা ৬টা।
মোবাইলঃ ০১৭১১৪৫৯৭২০

ডা. আলমগীর হোসেন
এম.বি.বিএস, সি.এম.ইউ, পি.জি.টি (মেডিসিন)
এইচ.এম.ও, ঢাকা মেডিকেল কলেজ
সময়- বিকাল ৪টা- রাত ৮টা
মোবাইলঃ ০১৮৯০ ৩৪৫৮৬৮

ডা. জুবায়েল আহমেদ
এম.বি.বি.এস
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট
সময়- রাত ৭টা- রাত ১টা
মোবাইলঃ ০১৭৪৪ ৮৪৭৮১২

ডা. এম. এ কদ্দুস
সাবেক মেডিকেল অফিসার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাহুবল
সময়- রাত ৮টা- রাত ১০টা।
মোবাইলঃ ০১৭৭৯ ১০২৬৪২

ডা. মিজানুর রহমান শাহিন
এম.বি.বি.এস, এফ.সি.পি.এস পার্ট ২ (ট্রেইনি)
এম.ডি (কোর্স)
ডাকা শিশু হাসপাতাল, ঢাকা
সময়- রাত ১২টা- রাত ২টা।
মোবাইলঃ ০১৭১০ ৫৩৩২৫৮

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com