শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জনগণ যাকে ভালবাসবে, দায়িত্ব দিতে চাইবে, তাকেই দেবে- জেলা প্রশাসক বাহুবলে বিয়ের আনন্দ-ফুর্তি চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবতীর মুত্যু বাহুবল উপজেলা নির্বাচন : ২০ প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ বাহুবল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিহত ২ বাহুবল হাসপাতালের নতুন ব্যবস্থাপনা কমিটি প্রথম সভা বাহুবলে উপজেলা পরিষদ নির্বাচনের বাছাইয়ে দুই প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল শিশুদের বিবাদের জেরে আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাত শারজায় শোকসভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ভাবনা কান্দি গ্রামের প্রবীন মুরুগবী মরহুম শফর আলীর  অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় শারজার বাংঙ্গালী বাজার নুর আজ্জামান হোটেলে আব্দুল হামিদ ও বচন মিয়া তালুকদার এর উদ্যোগে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কাদির। মোহাম্মদ আবদুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় উপস্থিত ছিলেন বাহুবল ঐক্য সংস্থার আহ্বায়ক জনাব এনামুল হক, বাহুবল ঐক্য সংস্থার সাবেক সভাপতি আব্দুল আজিজ উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ সিজিল, ৫নং লামাতাশী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ তাজুল ইসলাম, সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, চুনারুঘাট প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আব্বাস উদ্দিন, বাহুবল ঐক্য ফোরামে মোহাম্মদ লুতফর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মানিক মিয়া, মোহাম্মদ তৌফিক মিয়া, ফারুক মিয়া, মোহাম্মদ জাবেদ আলী, রুহুল আমিন, আব্দুল মান্নান, আশিক মিয়া, আলি আমজাদ, নজরুল ইসলাম রুহেল, মাসুম আহমেদ, আব্দাল মিয়া, সুহেল মিয়া।

কোরআন খতম ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদির।

শোকসভায় বক্তরা বলেন, মরহুম সফর আলীর মৃত্যুতে এলাকাবাসী হারাল একজন গুণি ব্যক্তিকে। তিনি অত্র অঞ্চলের একজন শালিস ব্যক্তিত্ব ছিলেন। তিনি একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মরহুম শফর আলীকে জান্নাতের সর্ব্বোচ্চ স্থানে অধিষ্টিত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com