শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বালু মহালের ইজারা বাতিল ও রাস্তাঘাট ধ্বংসকারীদের বিরুদ্ধে প্রতিকার দাবি

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবলে ড্রেজার মেশিনদ্বারা বালু উত্তোলন ও যন্ত্রদানব ট্রাক্টর দ্বারা বালু বহনকারীদের বিরুদ্ধে জনতা ফোঁসে উঠেছে। সোমবার (২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার বরাবরে তিন শতাধিক লোক স্বাক্ষরিত দু’টি আবেদন জমা হয়েছে। একটি আবেদনে উপজেলার কামাইছড়া বালু মহালের ইজারা বাতিল ও অপর আবেদনে অবাধে বালু উত্তোলনের মাধ্যমে বায়ূ ও শব্দ দুষণ এবং রাস্তাঘাট ধ্বংসের প্রতিকার চাওয়া হয়েছে।

বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের অন্তর্গত সুন্দ্রাটিকি গ্রাম। গ্রামটির আশপাশে কামারগাঁও, তালুকগাঁও, সাতানিগাঁও, মাঝেরহাটি ও কুমারহাটি নামে কয়েকটি পাড়া রয়েছে। রশিদপুর ও রামপুর চা বাগানের পাদদেশে অবস্থিত গ্রামগুলোতে কয়েক সহস্র লোক বসবাস করে। সুন্দ্রাটিকি গ্রাম ও আশপাশের পাড়াগুলোর অভ্যন্তরে রয়েছে ‘কামাইছড়া’ নামে একটি বালু মহাল। এ মহালটিকে ঘিরে আশপাশের কয়েক বর্গকিলোমিটার এলাকার ফসলী, পতিত ও বাড়ি রকম জমিতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে গভীর গর্তকুড়ে চলছে একটি অসাধু ও প্রভাবশালী চক্রের বালু উত্তোলনের মহোৎসব। এসব বালু উত্তোলনের ফলে এলাকায় অকাল বন্যা ও নদী, জমিজমা এবং বাড়িঘর ভাঙনের মুখে পড়ছে। বদলে যাচ্ছে জমির শ্রেণি। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হচ্ছে এলাকার লোকজনের। এছাড়াও উক্ত বালু বহনে ব্যবহার করা হচ্ছে যন্ত্রদানব খ্যাত ট্রাক্টর। এসব ট্রাক্টর ওই গ্রাম ও পাড়াগুলোর শান্ত পরিবেশ অশান্ত করে গড়গড়িয়ে চলছে দিবানিশি। ট্রাক্টরের বিশাল আকৃতির চাকায় পিষ্ঠ হচ্ছে গ্রামীণ কাঁচা-পাকা রাস্তাঘাট। সুন্দ্রাটিকি গ্রাম ও আশপাশের পাড়াগুলো প্রায় সকল রাস্তাঘাট ধসে ছড়া, খাল ও জমির সাথে একাকার হয়ে গেছে। চলাচলের সুবিধার্থে লোকজন সকালে ইট-বালি ফেলে কিংবা বাশের খুঁটি গেঁথে গাইড ওয়াল দিয়ে ভাঙা রাস্তা চলাচলের সামান্য উপযোগী করছেন, তো বিকেলেই বেপরোয়া ট্রাক্টর আবার ভেঙে একাকার করে দিচ্ছে। এতে গ্রাম ও পাড়াগুলো বাসিন্দাদের চলাচলে নেমে এসেছে চরম দুর্ভোগ। এছাড়াও রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে ট্রাক্টর চালানোর ফলে ধুলোবালি উড়ে এলাকার পরিবেশ বিনষ্ট করা হচ্ছে। এতে গ্রামবাসীর মাঝে বাড়ছে রোগ-বালাই। এ নিয়ে প্রতিদিন কথা কাটাকাটি, ঝগড়া-বিবাদ হচ্ছে। বাঁধা, বিষেধ, আপত্তি দেয়া হচ্ছে বিভিন্ন ভাবে। কিন্তু বালু উত্তোলকারী চক্রটিকে কোন ভাবেই দমানো যাচ্ছে।

সুন্দ্রাটিকি গ্রামের বাসিন্দা অষ্টম শ্রেণিতে পড়ুয়া তানিয়া আক্তার বলেন, বালুবাহী ট্রাক্টর আমাদের গ্রামের রাস্তাঘাট নষ্ট করে দিয়েছে। ফলে আমরা ভাল কাপড় ও জুতো পড়ে স্কুলে যেতে পারি না। এছাড়া ট্রাক্টর ও ড্রেজার মেশিনের শব্দে বাড়িতে পড়াশুনায় মনোযোগের মারাত্মক ব্যাঘাত ঘটনায়। এমনি রাতে ঘুমে পর্যন্ত পারি না।

একই গ্রামের তৃতীয় শ্রেণির ছাত্র রুবেল মিয়া বলেন, রাস্তা দিয়ে একটার পর একটা ট্রাক্টর চলাচলের ফলে ধুলোবালি উড়ে। এতে আমাদের শ্বাস নিতে কষ্ট হয়। রাস্তা দিয়ে হাঁটতেও ভয় হয়, কখন যে ট্রাক্টরের চাকা আমাদের পিষ্ঠ করে চলে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কুমারহাটির জনৈক ব্যক্তি বলেন, সুন্দ্রাটিকি গ্রাম ও আমাদের পাড়াটি পাহাড়ের পদদেশে অবস্থিত হওয়ায় এর ভূ-প্রকৃতি ছিল বৈচিত্রপূর্ণ। উচু, নীচু ও সমতল ভূমিতে এ জনপদটিতে জনবসতির পাশাপাশি ছিল প্রচুর ফসলী জমি। বালুখেকোদের থাবায় এ জনপদ এখন বসবাস উপযোগিতা ও চাষাবাদের অনুপযোগি হয়ে উঠছে। এসব বন্ধ করতে প্রশাসনকে কঠোর হতে হবে।

বালু উত্তোলনকারীদের বিরামহীন যন্ত্রণায় অতিষ্ঠ এলাকার লোকজন প্রতিবাদে সোচ্ছার হতে শুরু করেছেন। তারা প্রাথমিক ভাবে গণস্বাক্ষর সংগ্রহ করে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করে প্রতিকার চেয়েছেন। প্রয়োজনে তারা কঠোর আন্দোলনের কর্মসূচি নিয়ে রাজপথে নামতেও প্রস্তুত বলে জানিয়েছেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক জানান, কামাইছড়া বালু মহালটি বন্ধের দাবিতে এর আগেও একটি আবেদন করেছিল এলাকাবাসী। আমি ইতিমধ্যে মহালটির ইজারা বন্ধের জন্য জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে সুপারিশও করেছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com