শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

লাউয়াছড়া জাতীয় উদ্যানে কালনাগিনী সাপ অবমুক্ত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গল কলার আড়ৎ থেকে বিপন্ন একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকালে শহরের নতুন বাজার দক্ষিণ রোডের সুশান্ত বাবুর কলার আড়ৎ থেকে সাপটি উদ্ধার করেন শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব। পরে ওইদিনই সাপটি কে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সোমবার শ্রীমঙ্গলের নতুন বাজার দক্ষিণ রোডে সুশান্ত বাবুর কলার আড়তে একটি সাপ দেখে উপস্থিত লোকজন ভয় পেয়ে যায়। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে ফাউন্ডেশনের সহকারী পরিচালক সঞ্চিত দেব সাপটিকে উদ্ধার করেন।

তিনি আরো জানান, সোমবার সন্ধ্যায় সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে নিয়ে যাই। বিট কর্মকর্তা আনোয়ার হোসেন এ বিরল প্রজাতির সাপটিকে অবমুক্ত করেন। এই সাপটি দেখতে খুবই সুন্দর। উল্লেখ্য যে, এর পূর্বে একই রকম আরোও একটি সাপ শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়ার বাসার সীমানা প্রাচীর থেকে উদ্ধার করা হয়েছিল। সেসময়ও সাপটিকে লাউয়াছড়া উদ্যানে অবমুক্ত করা হয়েছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com