শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন
লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার লাকসামে আবুল কালাম স্কুল এন্ড কলেজ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার দুপুরে মুদফরগঞ্জ ইউনিয়নে পাশাপুরগ্রামে উক্ত স্কুলটির ভিত্তি প্রস্তর ও আলোচনা সভা আয়োজন করে।
উক্ত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৈতী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম। অনুষ্ঠানে পায়রা উড়িয়ে ভিত্তি প্রস্তরের শুভ সূচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ আবুল কালাম বক্তব্যে বলেন, লাকসামে একটি ব্যাতিক্রমী ধর্মী স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করা হবে। ছাত্র-ছাত্রীদেরকে বিনা পয়সা ড্রেস এবং স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীদেরকে বিনামূল্যে দুপুরের খাওয়ার ব্যবস্থা করা হবে। অলাভজনক ও সেবামূলক স্কুলটির প্রধান বৈশিষ্ট।
আগামী জানুয়ারী থেকে উক্ত স্কুলের কার্যক্রম শুরু হবে। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ও পরবর্তী পর্যায় কলেজের ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আবদুর রহমান বাদল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ব বিদ্যালয়ে (বুয়েট) প্রফেসর ফখরুল আমিন, বিগ্রেডিয়ার (অবঃ) নাজমুল আলম, শিল্পপতি ড. রশিদ আহমেদ হোসাইনী প্রমুখ।