শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বৃষ্টি ও বাংলাদেশকে হারিয়ে আফগানদের স্মরণীয় জয়

শেষ স্পেশালিস্ট ব্যাটসম্যান সৌম্য সরকার পারলেন না ম্যাচ বাঁচাতে। বাংলাদেশের শেষ উইকেট তুলে নিয়ে আফগানিস্তানকে অসাধারণ এক জয় এনে দিলেন রশিদ খান।

লেগ-মিডলে থাকা বল সামনের পায়ে ডিফেন্স করেছিলেন সৌম্য। বল রাখতে পারেননি নিচে। শর্ট লেগে বল যায় ইব্রাহিম জাদরানের হাতে।

১৫ রানে আউট হলেন সৌম্য। দিনের সম্ভাব্য ৩.২ ওভার বাকি রেখে ম্যাচ জিতল আফগানিস্তান।

বৃষ্টি বিরতির পর বাংলাদেশের ৪ উইকেটের ৩টিই নিলেন রশিদ। ইনিংসে নিলেন ৪৯ রানে ৬ উইকেট। ম্যাচে ১১ উইকেট।

রশিদের ইতিহাস

তাইজুলের উইকেট নিয়ে ইনিংসে ৫ম শিকার ধরলেন রশিদ। প্রথম ইনিংসেও নিয়েছিলেন তিনি ৫ উইকেট। নেতৃত্বের অভিষেকেই ১০ উইকেট!

১০ উইকেটের সঙ্গে ম্যাচের প্রথম ইনিংসে ফিফটিও করেছিলেন রশিদ। টেস্ট নেতৃত্বের অভিষেকে এই কীর্তি নেই আর কারও।

ভুল সিদ্ধান্তে তাইজুলের বিদায়

আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়ে আউট হলেন তাইজুল ইসলাম।  জয়ের আরেকটু কাছে এগোলো আফগানিস্তান।

রশিদ খানের বল ডিফেন্স করেছিলেন তাইজুল। ব্যাট আর পা ছিল কাছাকাছি। ব্যাটের কানায় লেগে বল লাগে পায়ে। আফগানদের জোরালো আবেদনে বেশ কিছুটা সময় নিয়ে আঙুল তুলে দেন অভিষিক্ত আম্পায়ার পল উইলসন।

খানিক আগেই বাংলাদেশের রিভিউ শেষ হয়ে গেছে মিরাজের আউটে। তাইজুলের সুযোগ ছিল না রিভিউ নেওয়ার। জিততে আফগানদের প্রয়োজন আর কেবল ১টি উইকেট।

পারলেন না মিরাজ

একবার জীবন পেয়েও বেশিক্ষণ টিকতে পারলেন না মেহেদী হাসান মিরাজ। তাকে ফেরালেন দুর্দান্ত বোলিং করতে থাকা রশিদ খান।

সামনে পা বাড়িয়ে ডিফেন্স করেছিলেন মিরাজ। ব্যাট পেতে দিয়েছিলেন টার্ন করবে। পড়তে পারেননি গুগলি।  বল লাগে পায়ে। আউট দেন আম্পায়ার। রিভিউ নিয়েছিলেন মিরাজ। কিন্তু বল লাগছিল স্টাম্পে।

মিরাজের পাশাপাশি একটি রিভিউও হারাল বাংলাদেশ। দিনের খেলার বাকি সম্ভাব্য ৯.৩ ওভার।

বেঁচে গেলেন মিরাজ

আরেকটি উইকেটের বড় সুযোগ হাতছাড়া করল আফগানিস্তান। ক্যাচ দিয়ে বেঁচে গেলেন মেহেদী হাসান মিরাজ।

লেগ-মিডলে পিচ করা বলে ফ্লিক করার চেষ্টা করেছিলেন মিরাজ। বল তার ব্যাটের কানায় লেগে প্যাডে লেগে যায় শর্ট লেগের দিকে। কিন্তু হাতে জমাতে পারেননি ফিল্ডার।

৬ রানে বাঁচলেন মিরাজ। দিনের খেলার তখন বাকি অন্তত ১২ ওভার।

শুরু হতেই শেষ সাকিব

শেষ ৭০ মিনিটের চ্যালেঞ্জে খেলা শুরু হতেই শেষ হয়ে গেল সাকিব আল হাসানের ইনিংস। বাংলাদেশ অধিনায়ক ফিরলেন ব্যাখ্যাতীত এক শট খেলে।

বৃষ্টির পর চ্যালেঞ্জ যখন কেবল ১ ঘণ্টা ১০ মিনিট টিকে থাকার, খেলা শুরুর পর প্রথম বলেই সাকিব লড়াইয়ে হার মেনে এলেন অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে।

চায়নাম্যান বোলার জহির খানের বলটি ছিল শর্ট, অফ স্টাম্পের বেশ বাইরে। ছেড়ে দেওয়া যায় অনায়াসেই। সাকিব চাইলেন কাট করতে। ব্যাটের কানায় লেগে বল কিপারের গ্লাভসে। উল্লাসে মাতল আফগানরা।

৫৪ বলে ৪৪ করে দলকে মহাবিপদে ঠেলে ফিরলেন সাকিব। বাংলাদেশের রান ৭ উইকেটে ১৪৩। জিততে আফগানদের প্রয়োজন ৩ উইকেট।

(সূত্র : বিডি নিউজ ২৪ ডটকম)

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com