শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

সৌদি তেলক্ষেত্রে হামলার পর তেলের দাম বেড়েছে ১০ শতাংশের বেশি

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দু’টি তেলক্ষেত্রে হামলার পর সোমবার তেলের দাম ১০ শতাংশের বেশি বেড়ে গেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেলক্ষেত্রে হামলায় ইরানকে দায়ী করে বলেছেন, দেশটির ওপর সামরিক হামলার সম্ভাবনা ক্রমেই বেড়ে যাচ্ছে। খবর এএফপি’র।

রাষ্ট্রীয় মালিকানাধীন জায়ান্ট কোম্পানি আরামকোর দু’টি তেলকেন্দ্রে হামলার পর এশিয়ার বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ব্যারেল প্রতি ১০.৬৮ শতাংশ দাম বাড়িয়ে ৬০.৭১ ডলার এবং ব্রেন্ট ব্যারেল প্রতি ১১.৭৭ শতাংশ বাড়িয়ে ৬৭.৩১ ডলার করেছে।

প্রতিবেশি দেশ ইয়েমেনে তেহরান মদদপুষ্ট হুতি বিদ্রোহীদের এ হামলায় বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহ ৬ শতাংশ কমে গেছে।

ট্রাম্প রোববার বলেন, যুক্তরাষ্ট্র এ হামলার জবাব দিতে প্রস্তুত রয়েছে। এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন বাজারে জ্বালানির ভাল সরবারহ বজায় রাখা নিশ্চিত করতে আমাদের অংশীদার ও মিত্র দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্র কাজ করবে।’

তিনি আরো বলেন, ‘ইরান এ হামলার জন্য দায়ী।’

তবে ইরান তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ প্রত্যাখান করেছে। তবে এ বছরের গোড়ার দিকে বিভিন্ন তেল ট্যাঙ্কারে একের পর এক হামলার পর এ ধরনের খবর মধ্যপ্রাচ্যে ফের সংঘাত ছড়িয়ে পড়ার আশংকাকে ক্রমেই জোরালো করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com