শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক: সিলেটে পুলিশ ও র্যাবের পৃথক অভিযানে ২৭ জুয়াড়িকে আটক করা হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) জেলা সদর উপজেলার দিঘীরপাড়, দক্ষিণ সুরমার রেলস্টেশন ও সুববানীঘাট থেকে তাদের আটক করা হয়।
এইদিন বেলা আড়াইটার দিকে এসএমপির জালালাবাদ থানার দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করা হয়। আটকদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি, নগদ টাকা ও মোবাইল সেট জব্দ করা হয়।
পুলিশ ও র্যাব-৯ এর পৃথক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ২৭ জুয়াড়ি হলেন- সিলেট সদরের ফকিরেরগাওয়ের মৃত আব্দুল খালিদের ছেলে মওদুদ (২৬),একই উপজেলার কছরপুর কসকালিকা গ্রামের মৃত লালা মিয়ার ছেলে দুলাল মিয়া (৩০), পাগইল গ্রামের মৃত খুরশেদ আলীর ছেলে নিজাম উদ্দিন (৩৫), কামাল (৫০), মোগলগাওয়ের মৃত মজিবুর রহমানের ছেলে মাসুক মিয়া (৩৮), আজর আলীর ছেলে জৈন উদ্দিন (২৮), কালীগাওয়ের মকরম আলী (৪৫), রায়েরগাওয়ের আব্দুস সালাম (৪২), হাটখোলা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে কয়েছ আহমদ (২৬) ও নোয়াগাও গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে হারিছ আলী (৬২)।
নগরের সোবহানীঘাট কাঁচাবাজার থেকে র্যাবের হাতে আটক ৮ জুয়াড়িরা হলেন- হবিগঞ্জের বানিয়াচং সদর এলাকার রিপন মিয়া (৩৩), কিশোরগঞ্জের বাজিতপুর থানার শাহপুরেরআকরাম হোসেন (২৭), সিলেট নগরের খুলিয়াটুলার বুরহান উদ্দিন (৪৩),ওয়াসীম মিয়া (২৬), চালিবন্দর এলাকার সুব্রত চক্রবর্তী (১৯), মিরাবাজারের খুরশেদ আলী (৩৮), মুন্সিগঞ্জের লৌহজংয়ের মুতসামান্দা এলাকার জামাল হোসেন (৪০) ও সুনামগঞ্জের সদরের জীবদারা গ্রামের মাহবুবুল রহমান (২৬)।
সিলেট রেলস্টেশন এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ৯ জুয়াড়িকে আটক করেছে র্যাব।
আট নয়জন হলেন- নগর সংলগ্ন দক্ষিণ সুরমার ভার্থখলার বাসিন্দা মিন্টু মিয়া (৪০), কাশবন এলাকার সোহেল মিয়া (২৯), খোজারখলার আলমগীর হোসেন (৩০), বিশ্বনাথের আগুনশাসন গ্রামের জুনাব আলী (৩৫), কুমিল্লা সদরের রাজামারা গ্রামের রুবেল আলম (৩০), চাঁদপুরের রুপসা বাজারের সাইফুল ইসলাম রঙ্গিলা (৩৬), লক্ষীপুর রায়পুরের চরবংশী গ্রামের কামাল হোসেন (২৯), সিলেটের ওসমানীনগরের সৈয়দপুর গ্রামের হুমায়ুন আহমেদ (২৭) ও সুনামগঞ্জের জগন্নাথপুরের মতিউর হোসেন (২১)।
আটক জুয়াড়িদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।