মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ অপরাহ্ন
শফিকুল ইসলাম সোহাগ, চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষরে (২০১৪-১৫ সেশনের) জাহাঙ্গীর রাজু নামের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (৬ ডিসেম্বর) সকালে রুমের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার পুলিশ। নিহত রাজুর বাড়ি নোয়াখালী এলাকায় বলে জানা যায়।
জান যায়, বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির পাশে অবস্থিত বীর মুক্তিযুদ্ধা এতিম আলী কটেজে থাকতেন জাহাঙ্গীর রাজু। গত দুইদিন যাবৎ রুমের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় আজ সকালে জানালা দিয়ে রাজুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় সহপাঠিরা। খবর পেয়ে পুলিশ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ এর উপস্থিতিতে রুমের দরজা ভেঙ্গে রাজুর মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ।