শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

হবিগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকি এবং পুলিশের ঔদ্ধত্যপূর্ন আচরণের প্রতিবাদে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে আগামী ১১ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার সকাল ১০ টায় মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় হবিগঞ্জ প্রেসক্লাবে জেলা সাংবাদিক ফোরামের জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ফোরামের সভাপতি এমদাদুল ইসলাম সোহেলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি রাসেল চৌধুরী, শাকিল চৌধুরী, সহ সভাপতি মামুন চৌধুরী, জাকারিয়া চৌধুরী, অপু চৌধুরী, আশরাফুল ইসলাম কহিনুর, আব্দুল হালিম, এম সাজিদুর রহমান, মীর আব্দুল কাদির, কাজী সুজন, কাজী মিজান,ডাঃ এম এ জলিল, জুয়েল চৌধুরী, সহিবুর রহমান, জাহেদ আলী মামুন, এম এ শাহআলম, আক্তার হোসেন, মহিবুল হাসান সজল, হাবিবুর রহমান শাওন প্রমুখ।

উল্লেখ্য হবিগঞ্জে সাংবাদিক জুয়েল চৌধুরী ও এস এম সুরুজ আলী এবং নবীগঞ্জে কিবরিয়া চৌধুরীর উপর সন্ত্রাসী হামলা ও জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এমদাদুল ইসলাম সোহেলকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি, পুলিশের ঔদ্ধত্যপূর্ন আচরণের প্রতিবাদে প্রেসক্লাবে সাংবাদিক ফোরামের এ জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আগামী মঙ্গলবার সকাল ১০ টায় হবিগঞ্জ নিমতলায় মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com