শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:১২ পূর্বাহ্ন
শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাইভেট কার ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২জন নিহত হয়েছেন।
শুক্রবার ( ২৭ মার্চ ) বিকাল ৪টার দিকে শহরের মৌলভীবাজার সড়কের ৫নং পুল সংলগ্ন ৩নং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন কালীঘাট রোডের সেলিম মিয়া (৩৮) ও মিশন রোডের ভাড়াটিয়া জালাল আহমেদ (৪০) ৷
স্থানীয়রা জানান, দ্রুতগামী একটি প্রাইভেট কার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের ২আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একাট গাছের সাথে ধাক্কা খেয়ে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা এসে তাদের উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনা স্থলে এসে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন ৷ মৌলভীবাজার সদর হাসপাতালে তাদের অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসারত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন ৷
প্রাইভেট কারের ঘাতক চালক পালানোর সময় জনতা ধৃত করে পুলিশকে সোপর্দ করে।
স্থানীয়দের সূত্রে জানা যায় নিহতরা বহুজাতিক তেল-গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান কালাপুর গ্যাস ফিল্ড কোঃ শেভরনে এর সহযোগী সংস্থা সিকিউরেক্স কোম্পানির সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন ৷ প্রতিদিনের মতো ডিউটি শেষ করে কালাপুর গ্যাস ফিল্ড থেকে বাড়ী ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে৷
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার (ওসি তদন্ত ) সোহেল রানা জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং প্রাইভেট কারের চালককে আটক করা হয় ৷ এব্যাপারে চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে ৷