রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : অনেক অনিশ্চয়তা পেরিয়ে, টানাপোড়েন কাটিয়ে, অনেক বিতর্ককে সঙ্গী করে এবার অপেক্ষা নিলামের। রাজধানীর একটি হোটেলে আজ রোববার বিকেল ৩টায় হবে আগামী বিপিএলের নিলাম। বরাবরের ধারাকে অনুসরণ করেই একদম শেষ মুহূর্তে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে ক্রিকেটারদের ক্যাটেগরি ও তালিকা।
এবারের আসর দিয়ে প্রায় এক যুগ পর বিপিএলে ফিরছে নিলাম। অনেক বছর ধরে এই টুর্নামেন্টে চলে আসছিল ড্রাফট পদ্ধতি। নিলামের আগে শনিবার ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে মহড়া সেরে নিয়েছে বিসিবি।
নিলামের আগে ছয়টি ফ্র্যাঞ্চাইজি দেশি-বিদেশি অনেক ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে। ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস– ছয় দল মিলিয়ে স্থানীয় ও বিদেশি মিলিয়ে মোট ২৩ জন ক্রিকেটার দলভুক্ত করেছে। কেবল চট্টগ্রাম রয়্যালস নিয়েছে একজন বিদেশি ক্রিকেটার।
ঢাকা ক্যাপিটালস:
স্থানীয় খেলোয়াড়দের সরাসরি চুক্তি
তাসকিন আহমেদ (ক্যাটাগরি ‘এ’, ভিত্তিমূল্য: ৫০ লাখ টাকা)
সাইফ হাসান (ক্যাটাগরি ‘বি’, ভিত্তিমূল্য: ৩৫ লাখ টাকা)
বিদেশি খেলোয়াড় সরাসরি চুক্তি
অ্যালেক্স হেলস (ইংল্যান্ড) ও উসমান খান (পাকিস্তান)
সিলেট টাইটান্স:
স্থানীয় খেলোয়াড়দের সরাসরি চুক্তি
মেহেদী হাসান মিরাজ (ক্যাটাগরি ‘এ’, ভিত্তিমূল্য: ৫০ লাখ টাকা)
নাসুম আহমেদ (ক্যাটাগরি ‘বি’, ভিত্তিমূল্য: ৩৫ লাখ টাকা)
বিদেশি খেলোয়াড় সরাসরি চুক্তি
মোহাম্মদ আমির (পাকিস্তান) ও সাইম আইয়ুব (পাকিস্তান)
রংপুর রাইডার্স:
স্থানীয় খেলোয়াড়দের সরাসরি চুক্তি
মুস্তাফিজুর রহমান (ক্যাটাগরি ‘এ’, ভিত্তিমূল্য: ৫০ লাখ টাকা)
নুরুল হাসান সোহান (ক্যাটাগরি ‘বি’, ভিত্তিমূল্য: ৩৫ লাখ টাকা)
বিদেশি খেলোয়াড় সরাসরি চুক্তি
খাওয়াজা নাফে (পাকিস্তান) ও সুফিয়ান মুকিম (পাকিস্তান)
নোয়াখালী এক্সপ্রেস:
স্থানীয় খেলোয়াড়দের সরাসরি চুক্তি
হাসান মাহমুদ (ক্যাটাগরি ‘বি’, ভিত্তিমূল্য: ৩৫ লাখ টাকা)
সৌম্য সরকার (ক্যাটাগরি ‘বি’, ভিত্তিমূল্য: ৩৫ লাখ টাকা)
বিদেশি খেলোয়াড় সরাসরি চুক্তি
জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ) ও কুসাল মেন্ডিস (শ্রীলঙ্কা)
রাজশাহী ওয়ারিয়র্স:
স্থানীয় খেলোয়াড়দের সরাসরি চুক্তি
তানজিদ হাসান (ক্যাটাগরি ;এ’, ভিত্তিমূল্য: ৫০ লাখ টাকা)
নাজমুল হোসেন শান্ত (ক্যাটাগরি ‘বি’, ভিত্তিমূল্য: ৩৫ লাখ টাকা)
বিদেশি খেলোয়াড় সরাসরি চুক্তি
সাহিবজাদা ফারহান (পাকিস্তান) ও মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান)
চট্টগ্রাম রয়্যালস স্থানীয় খেলোয়াড়দের সরাসরি চুক্তি
শেখ মেহেদি হাসান (ক্যাটাগরি ‘বি’, ভিত্তিমূল্য: ৩৫ লাখ টাকা)
তানভির ইসলাম (ক্যাটাগরি ‘বি’, ভিত্তিমূল্য: ৩৫ লাখ টাকা)
বিদেশি খেলোয়াড় সরাসরি চুক্তি
আবরার আহমেদ (পাকিস্তান)
নিলামে উল্লেখযোগ্য যারা আছেন
নিলামের শর্ত অনুযায়ী, প্রতিটি দলকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে ন্যূনতম দুজন করে ক্রিকেটার দলে নিতে হবে। এছাড়া ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরি থেকে অন্তত ছয়জন, ‘ই’ ক্যাটাগরি থেকে তিনজন এবং ‘এফ’ ক্যাটাগরি থেকে অন্তত একজনকে নিতে হবে।
বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিমূল্যও নির্ধারণ করেছে বিসিবি। ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য রাখা হয়েছে ৫০ লাখ টাকা, ‘বি’ ক্যাটাগরিতে ৩৫ লাখ, ‘সি’-তে ২২ লাখ, ‘ডি’-তে ১৮ লাখ, ‘ই’-তে ১৪ লাখ এবং ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য ১১ লাখ টাকা।
‘এ’ ক্যাটাগরি থেকে সরাসরি চুক্তিতে দলর পাননি জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এবং টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ।
‘বি’ ক্যাটাগরিতে আছেন মাহমদুউল্লাহ, মুশফিকুর রহিম, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, তাওহিদ হৃদয়, ইয়াসির আলি চৌধুরি, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ উদ্দিন, সৈয়দ খালেদ আহমেদসহ ১২ ক্রিকেটার। এই ক্যাটাগরির ৭ জনকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজির দলগুলো।
আফিফ হোসেন, আবু হায়দার রনি, ইবাদত হোসেন, মাহমুদুল হাসান জয়, আকবর আলি, নাহিদ রানা, জাকির হাসান, মাহফিজুল ইসলাম রবিন, সাব্বির রহমান, রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, সাদমান ইসলাম, আলিস আল ইসলাম, তাইজুল ইসলাম, রিপন মন্ডল, রাকিবুল হাসানসহ ১৭ ক্রিকেটার আছেন ‘সি’ ক্যাটাগরিতে।
হাবিবুর রহমান সোহান, জিসান আলম, মৃত্যঞ্জয় চৌধুরি, নাসির হোসেন, অমিত হাসান, হাসান মুরাদ, আবু হাসিম, তোফায়েল আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি, মাহফুজুর রহমান রাব্বি, আরিফুল ইসলাম, শেখ পারভেজ জীবন, মুশফিক হাসান, এসএম মেহেরব হোসেন, শাহাদাত হোসেন, আব্দুল গাফফার সাকলাইনসহ ২৬ ক্রিকেটার আছেন ‘ডি’ ক্যাটাগরিতে।
‘ই’ ক্যাটাগরিতে উল্লেযোগ্যদের মধ্যে আছেন সোহাগ গাজী, নাঈম ইসলাম, রবিউল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, শুভাগত হোম, মারুফ মৃধা, আবু জায়েদ চৌধুরি, ওয়াসি সিদ্দিকি, মুকিদুল ইসলাম, শহিদুল ইসলাম, আশিকুর রহমান শিবলি, ইফতেখার হোসেন ইফতি, মার্শাল আইয়ুব, আহরার আমিন, আইচ মোল্লাসহ ৩৮ ক্রিকেটার।
‘এফ’ ক্যাটাগরিতে রয়েছেন– অভিষেক দাস, টিপু সুলতান, ইয়াসিন মুন্তাসির, মেহেদি মারুফ, মুনিম শাহরিয়ার, সফর আলি, শাহরিয়ার সাকিবসহ ৬৩ ক্রিকেটার।
নিলামের উল্লেখযোগ্য যা কিছু
নিলামে দলগুলি ইচ্ছেমতো টাকা খরচ করতে পারবে না। দেশের ক্রিকেটারদের জন্য প্রতিটি দল সর্বোচ্চ সাড়ে ৪ কোটি টাকা খরচ করতে পারবে নিলামে। সরাসরি চুক্তিতে নেওয়া ক্রিকেটারদের পারিশ্রমিক থাকবে এর বাইরে। বিদেশিদের ক্ষেত্রে আবার নিয়মটা ভিন্ন। বিদেশি ক্রিকেটারদের পেছনে খরা করা যাচ্ছে সর্বোচ্চ সাড়ে তিন লাখ মার্কিন ডলার। এখানে অন্তর্ভুক্ত থাকবে সরাসরি চুক্তি করা ক্রিকেটাররাও। নিলামের আগেই নেওয়া ক্রিকেটারদের চুক্তির অঙ্ক প্রকাশ করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। বাকি অর্থ তারা কাজে লাগাতে পারবে নিলামে।