সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : সিলেটে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শনিবার (ফেব্রুয়ারি) দুপুরে বিমানযোগে সিলেটে পৌঁছান তিনি। পরে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
একাদশ জাতীয় সংসদে তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম সিলেট সফর।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছালে জেলা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাজার জিয়ারতের সময় ড. শিরীন শারমিন চৌধুরী স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত তাঁর পরিবারের সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁদের রুহের মাগফেরাত ও দেশের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।